হোয়াটসঅ্যাপের এআই চ্যাটবটে নতুন ফিচার
- আহমেদ ইফতেখার
- ২৩ অক্টোবর ২০২৪, ০০:০৫
এআই চ্যাটবটে মেমোরি সেকশন নামে নতুন একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রম্পট ও নির্দেশনা সংরক্ষণ করে রাখবে মেটা এআই চ্যাটবট। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৪.২২.৯ সংস্করণে নতুন এ সুবিধার কার্যকারিতা চেক করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় মেটা এআই অপশন ট্যাপ করার পর নোটিফিকেশন ও মিডিয়া ভিজিবিলিটির পাশে মেমোরি সেকশন পাওয়া যাবে। মেমোরি সেকশনে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন ও উত্তর সংরক্ষণ করা থাকবে। ফলে মেটা এআই চ্যাটবট প্রশ্নের উত্তর দেওয়ার সময় ব্যবহারকারীদের পুরোনো তথ্য পর্যালোচনা করে বর্তমানের তুলনায় ভালোভাবে প্রাসঙ্গিক তথ্য জানাতে পারবে। অর্থাৎ একই প্রশ্নের উত্তর ব্যবহারকারীর ধরন বুঝে উত্তর দেবে এআই চ্যাটবট। সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের পরবর্তী সংস্করণে এ সুবিধা যুক্ত হতে পারে।
গত এপ্রিলে মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। বিনা মূল্যে ব্যবহারের উপযোগী চ্যাটবটটি দিয়ে বার্তা লেখার পাশাপাশি গুগল ও বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটে থাকা যেকোনো তথ্য সম্পর্কে জানা যায়। দ্রুত কৃত্রিম ছবি তৈরিসহ চাইলে যেকোনো ছবিকে অ্যানিমেশন ও জিআইএফ ফরম্যাটে পরিবর্তন করা সম্ভব। যদিও মেটার তৈরি চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা