ইউটিউবের দুঃখ প্রকাশ
- আহমেদ ইফতেখার
- ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
ইউটিউব স্প্যাম ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে বেশ কিছু কনটেন্ট নির্মাতার চ্যানেল ব্যান করে দিয়েছে। ভুলবশত নেয়া এমন পদক্ষেপে দুঃখ প্রকাশ করেছে গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিষ্ঠানটি সেই সাথে সমস্যাটির সমাধানে কাজ করছে। তবে কেন এমনটা ঘটেছে তা ব্যাখ্যা করেনি ইউটিউব। সম্প্রতি এক বিবৃতে ইউটিউব সমস্যাটির কথা জানায়। কোম্পানিটি বলে, কিছু চ্যানেল ভুলভাবে স্প্যাম হিসেবে চিহ্নিত হয়েছে ও মুছে ফেলা হয়েছে। তারা আরো উল্লেখ করেছে ক্ষতিগ্রস্ত চ্যানেলগুলো পুনরুদ্ধারে কাজ করছে ইউটিউব। সোশ্যাল মিডিয়ায় করা নির্মাতাদের রিপোর্ট অনুযায়ী, সমস্যাটি বেশ গুরুতর ছিল ও অনেককে প্রভাবিত করেছে, বিশেষ করে চ্যানেলের ওপর যাদের জীবিকা নির্ভর করছে। ইউটিউবের এক্স পোস্টগুলোয় নির্মাতাদের ও তাদের অনুসারীদের কাছ থেকে চ্যানেল পুনরুদ্ধারে শত শত মন্তব্য এসেছে। কিছু নির্মাতা উল্লেখ করেছেন তারা তাদের ফাইল খুঁজে পাচ্ছেন না এবং অন্যরা অভিযোগ করেছেন, সেটিংস পরিবর্তন করতে বা সহায়তার জন্য যোগাযোগ করতে চেষ্টা করেও তারা কোনো সাহায্য পাননি। এদিকে সমস্যাটি কেবল নির্মাতাদের নয়, কিছু ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবারকেও প্রভাবিত করেছে।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য ইউটিউব এখন জনপ্রিয়তায় শীর্ষ প্ল্যাটফরম। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এখানেও রয়েছে কঠোর কমিউনিটি গাইডলাইন। সব বিষয় নিয়ে এখানে কনটেন্ট বানানো যায় না। নির্দিষ্ট কিছু বিষয় কভার করা, চিত্রিত করা, প্রচার করা বা সেগুলো সম্পর্কে কথা বলার কারণে আপনি স্ট্রাইক পেতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা