০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

মনিটাইজেশন শর্ত সহজ করছে ফেসবুক

মনিটাইজেশন শর্ত সহজ করছে ফেসবুক -

ভিডিও নির্মাতাদের জন্য মনিটাইজেশন কর্মসূচির শর্ত সহজ করার উদ্যোগ নিয়েছে ফেসবুক। এর ফলে একবার শর্ত পূরণ করলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতি থেকে সহজে আয় করতে পারবেন ভিডিও নির্মাতারা।
ফেসবুকের মনিটাইজেশন কর্মসূচির আওতায় নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে আয় করেন অনেকেই। ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। প্রতিটি পদ্ধতির মাধ্যমে আয় করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়া। আর তাই আলাদাভাবে একাধিক শর্ত পূরণ করতে না পারায় চাইলেও ফেসবুক থেকে অর্থ আয় করতে পারেন না কেউ কেউ।
তাদের জন্য নতুন এই মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপর অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এই তিন পদ্ধতিতে আয় করা যাবে। ফলে বারবার আবেদন করতে হবে না।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, গত বছরগুলোতে নির্মাতারা রিলস, ভিডিও, ছবি ও টেক্সট পোস্ট দেয়ার মাধ্যমে ফেসবুক থেকে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছেন।
তবে অনেক নির্মাতাই তাঁর সম্ভাব্য আয়ের সুযোগকে কাজে লাগাতে পারেননি। ফেসবুকের মনিটাইজেশন থেকে মাত্র এক-তৃতীয়াংশ নির্মাতা বিভিন্ন উপায় অনুসরণ করে আয় করতে পেরেছেন। নতুন এ সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।


আরো সংবাদ



premium cement
সমালোচনার মুখে যোগদান করেননি রাবির ২ সহকারী প্রক্টর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সোয়া কোটি ব্যক্তিকে সেবা দেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করল দুবাই ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যা : প্লেজেনের সিইওসহ ২ জন কারাগারে আগামীর পৃথিবী তরুণদের হাতে : মঈন খান তৃতীয়বারের মতো এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা রাবিতে ১ শতাংশে নামল পোষ্য কোটা সচিবালয়ে আগুনের তদন্তে সন্তুষ্ট সরকার বাংলাদেশে পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক জাতীয় পার্টি : মোস্তফা সস্ত্রীক সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল