৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

বিক্রি হলো গুগল সিইও-র ভারতের পৈত্রিক বাড়ি

বিক্রি হলো গুগল সিইও-র ভারতের পৈত্রিক বাড়ি - ছবি : সংগৃহীত

বিক্রি হয়ে গেল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ভারতের পৈত্রিক বাড়িটি। ভারতের দক্ষিণের রাজ্য চেন্নাইতে পিচাই-পরিবারের বাড়িটি কিনে নিয়েছেন তামিল অভিনেতা এবং প্রযোজক সি মণিকন্দন।

তিনি জানিয়েছেন, বাড়িটি হস্তান্তরের সময় কয়েক মুহূর্তের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গুগল সিইও-র বাবা। কেঁদে ফেলেছিলেন তিনি।

অভিনেতা এবং প্রযোজকের পাশাপাশি মণিকন্দন একজন রিয়েল এস্টেট ডেভেলপারও। অন্তত ৩০০টি বাড়ি তৈরি করে বিক্রি করছেন তিনি। দীর্ঘদিন ধরেই একটি পুরনো বাড়ি কিনবেন বলে খোঁজখবর করছিলেন তিনি। অশোকনগর এলাকায় যখন তিনি ওই বাড়িটি বিক্রি আছে বলে জানতে পারেন, যেখানে সুন্দর পিচাই জন্মেছেন এবং বড় হয়েছেন, তখন আর দেরি করেননি মণিকন্দন। সাথে সাথেই যোগাযোগ করেন সুন্দর পিচাইয়ের বাবা-মার সাথে।

উল্লেখ্য, সুন্দর পিচাইয়ের জন্ম চেন্নাইতে। তার শৈশবও কেটেছে সেখানেই। ১৯৮৯ সালে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খড়গপুর আইআইটিতে ভর্তি হন তিনি। তারপর চাকরি এবং আকাশছোঁয়া সাফল্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা সুন্দর।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার : অর্থ উপদেষ্টা পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ ববির প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন, জেলা-উপজেলা ও পৌরসভা সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

সকল