০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

পেগাসাস স্পাইওয়্যারের দাম কত?

পেগাসাস স্পাইওয়্যারের দাম কত? - ছবি : সংগৃহীত

ইসরাইলি সংস্থা এনএসও গ্রুপের প্রস্তুত করা পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে রাজনীতিবিদ, অধিকার কর্মী, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ফোনে আড়ি পাতার ঘটনা সামনে এসেছে। এই স্পাইওয়্যার কেবলমাত্র সরকারের কাছেই বিক্রি করা যায়। কোনো একক ব্যক্তি বা সংস্থা এটি কিনতে পারেন না। ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান ও দ্য ওয়্যারের মতো দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনা হয়েছে এই বিষয়ে।

যাহোক, যে প্রশ্নটি বারবার উঠে আসছে তা হলো, এই স্পাইওয়্যার ব্যবহারের জন্য কত দাম দিতে হয়। ২০১৬ সালে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে এ সফটওয়্যারটি ইন্সটল করতে এনএসও গ্রুপ ক্রেতার কাছ থেকে নেয় ৫ লাখ ডলার এবং ১০টি ডিভাইসে এটি নিতে হলে দিতে হয় সাড়ে ৬ লাখ ডলার।

ওই রিপোর্টে বলা হয়েছিল, ১০টি অ্যানড্রয়েড ডিভাইস বা আইফোন গ্যাজেটে এই স্পাইওয়্যারটি অনুপ্রবেশ করিয়ে দেয়ার জন্য এজেন্সিকে দাম দিতে হয় সাড়ে ৬ লাখ ডলার। ব্ল্যাকবেরি ডিভাইসের জন্য এজেন্সিকে দিতে হয় ৫ লাখ ডলার এবং সিমবিয়ান ব্যবহারীদের ফোনে এটি ঢোকানোর জন্য এজেন্সি নেয় ৩ লাখ ডলার।

দ্য নিউ ইয়র্ক টাইমসের সেই রিপোর্ট মোতাবেক, অতিরিক্ত কাউকে নিশানা করলে তার জন্য খরচ আরো বাড়ে। তাছাড়া, বার্ষিক দেখভালের জন্য এই সংস্থা নেয় মোট দামের ১৭ শতাংশ। দামের যে তালিকা দেয়া হয়েছে এখানে তা পেগাসাসের পূর্ববর্তী জেনারেশনের জন্য। এর সাম্প্রতিক জেনারেশনের দাম আরো বেশি। এতে রয়েছে বহু নতুন বৈশিষ্ট্য।

এছাড়া জিরো-ক্লিক পদ্ধতি ব্যবহারের জন্য দিতে হয় অনেক বেশি অর্থ। জিরো-ক্লিক হ্যাক ব্যবহার করলে ইউজারের ফোনে এই স্পাইওয়্যার কিভাবে ঢোকে পড়বে তা ইউজার জানতেও পারবে না।
সূত্র : পুবের কলম


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল