তিন দশকে অ্যাডোব ফটোশপ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫
তিন দশক পার করল ছবি সম্পাদনা করার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ। ১৯ ফেব্রুয়ারি ফটোশপের ৩০ বছর পালন করল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব। এ অনুষ্ঠানে ম্যাক ও আইপ্যাডের ক্ষেত্রে ফটোশপ অ্যাপে বেশ কিছু হালনাগাদ আনার ঘোষণা দিয়েছে ফটোশপ।
অ্যাডোবের একজন মুখপাত্র বলেন, ১৯৯০ সালে প্রথম উন্মুক্ত হওয়ার পর থেকেই ফটোশপ থেকে ভিজ্যুয়াল আর্ট ও সংস্কৃতিতে অদম্য প্রভাব রেখেছে। ফটোশপের প্রোডাক্ট টিম দ্রুত উদ্ভাবনী বৈশিষ্ট্য যুক্ত করে চলেছে। এতে শিল্পী, নকশাকারী, আলোকচিত্রীসহ বিভিন্ন মানুষের কল্পনা ও দর্শনকে জীবন্ত করে তুলেছে। গত বছরেই অ্যাডোব সেনসাই এআই ও মেশিন লার্নিং ফিচার যুক্ত করেছে যাতে আরও বেশি মানুষকে উন্নত অভিজ্ঞতা দিতে পারে। ফটোশপে ইতিমধ্যে ম্যাক সংস্করণে ডার্ক ইউজার ইন্টারফেস যুক্ত হয়েছে। তবে এখন নতুন হালনাগাদে ফাইল মেন্যুর মতো সিস্টেম ডায়ালগও ডার্কভিত্তিক হবে। এ ছাড়া ডেস্কটপ অ্যাপে কনটেন্ট আওয়্যার ফিল উন্নত হবে। ওয়ার্কস্পেস ত্যাগ না করেও একাধিক সিলেকশন ও একাধিক ফিল প্রয়োগের সুবিধাও যুক্ত হবে। এর বাইরে ডেস্কটপে লেন্স ব্লাবের আউটপুট কোয়ালিটি ও পারফরম্যান্স উন্নত হয়েছে।
ফটোশপ তৈরির প্রথম পর্যায়টি ছিল কৌতূহল–জাগানিয়া। মার্কিন প্রকৌশলী থমাস নোল ব্যক্তিগত একটি প্রকল্প হিসেবে ফটোশপ তৈরির কাজ শুরু করেছিলেন। সেটা ১৯৮৮ সাল। ফটোশপ তৈরির শুরুতেই থমাস নোল তাঁর ভাই জন নোলকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেন। এ সময় এই প্রকল্পের নাম ছিল ডিসপ্লে। এরপর একে একে এই প্রকল্পে অনেক ফিচার যুক্ত হতে থাকে।
১৯৮৯ সালে অ্যাডোবের কাছে এই সফটওয়্যার বিক্রি করে দেন তাঁরা। ১৯৯০ সালের ১৯ ফেব্রুয়ারি ফটোশপ নাম দিয়ে ছবি সম্পাদনা করার সফটওয়্যারটি উন্মুক্ত করে অ্যাডোব। ওই সময় অবশ্য ছবি ডিজিটাইজ করা খুব সহজ ছিল না। ছবি ডিজিটাইজ করা গেলেও তা বের করা ছিল আরও কঠিন কাজ। নোল বলেন, প্রথম প্রিন্ট করতে দুই হাজার ডলার খরচ হয়েছিল তাঁর। প্রথম দিকে এই সফটওয়্যারে ক্রেতা আলোকচিত্রীদের পরিবর্তে গ্রাফিকস শিল্পী ও সংবাদপত্রের সঙ্গে জড়িত পেশাদার ব্যক্তিরা ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা