১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা

৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা - ছবি : সংগৃহীত

প্রায় তিন সপ্তাহের তীব্র তাপপ্রবাহ শেষে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় গত দু’দিনে তাপমাত্রা কমে ৪০ ডিগ্রির নিচে নেমে এসেছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরো সংবাদ



premium cement