সারাদেশে বৃষ্টি ও কুয়াশা থাকতে পারে : বিএমডি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১
সারাদেশে বৃষ্টিপাত ও কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর(বিএমডি)।
শুক্রবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
নোয়াখালী ও কুমিল্লাসহ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুলেটিনে বলা হয়, গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ঢেকে যেতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা