১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

শীত কমবে কবে?

শীত কমবে কবে? - নয়া দিগন্ত

বাংলাদেশ জুড় বাইছে হিমেল হাওয়া। রাজধানী ঢাকাসহ সারাদেশ জুবুথুবু হয়ে আছে শীতের প্রভাবে। নাতিশীতোষ্ণ বাংলাদেশে সাধারণভাবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত অনুভূত হয় বেশি। আবহাওয়ার আচরণ স্বাভাবিক হলে, হিমালয়ের পাদদেশ এবং ভারতের আসাম-মেঘালয়-সংলগ্ন সব জেলায় শীত নামে জোরেশোরেই।

এ বছরের আবহাওয়া আচরণ স্বাভাবিকের বাইরে কিছু নয়, এমন কথা বলেছেন আবাহওয়া বিশেষজ্ঞরা। তবে শীতের আগে এল-নিনোর প্রভাব বিবেচনায় নিয়ে, তুলনামূলক উষ্ণ শীতকালের পূর্বাভাস দিয়েছিলেন তারা।

ঋতু পরিক্রমায় বাংলাদেশে শীতকাল বিরাজ করে পৌষ ও মাঘ মাসজুড়ে; ইংরেজি সময় অনুসারে ডিসেম্বর ও জানুয়ারি শীতকাল। এবার ডিসেম্বরে তেমন ঠান্ডা অনুভূত হয়নি। তবে জানুয়ারি থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা।

শীত প্রভাব বিস্তার করে উত্তরের জেলা দিনাজপুর থেকে উপকূলের খুলনা পর্যন্ত। মধ্যাঞ্চলের বৃহত্তর ময়মনসিংহ, রাজধানীসহ ঢাকা অঞ্চল এবং নদী বিধৌত বরিশাল অঞ্চলে নেমে আসে পারদের স্তর। চট্টগ্রামে এখনো কামড় বসায়নি শীত। তবে কুয়াশা আছে, নেমেছে তাপমাত্রা। এমন শীত পরিস্থিতি কমতে কয়েক দিন লাগবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার (১২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলী ও চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশের চার জেলা; নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এসব অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শুক্রবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের মতে, মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে। মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা হয় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা।

দিনাজপুরে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি

শনিবার (১৩ জানুয়ারি) সকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আবহাওয়া অধিদফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এছাড়া, আবহাওয়া অফিস শনিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলেও উল্লেখ করা হয় বুলেটিনে।

এতে আরো বলা হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement