১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

বাড়বে শীত, কোথাও ঝরতে পারে বৃষ্টিও

বাড়বে শীত, কোথাও ঝরতে পারে বৃষ্টিও - ছবি : সংগৃহীত

সারা দেশে শীতের অনুভূতি আরো তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেক্ষেত্রে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ছাড়াও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো অঞ্চলে ঝরতে পারে বৃষ্টিও।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

একইসাথে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তন এবং পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা বৃদ্ধির তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে।

 


আরো সংবাদ



premium cement