১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সাগরে লঘুচাপ, শক্তিশালী হওয়ার পূর্বাভাস

সাগরে লঘুচাপ, শক্তিশালী হওয়ার পূর্বাভাস - ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পরের ৪৮ ঘণ্টা আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।


আরো সংবাদ



premium cement