সাগরে নিম্নচাপ, জলোচ্ছ্বাসের পূর্বাভাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ আগস্ট ২০২২, ২২:০৯
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের উড়িষ্যা ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে দেশের সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম, ফেনীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর) ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরে জারি রয়েছে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত।
এছাড়া, দেশের দক্ষিণপূর্ব দিকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।
সংস্থাটির তথ্যানুসারে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল অবস্থায় রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা