১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সকাল থেকে ঢাকায় বৃষ্টি, কী বলছে আবহাওয়া অফিস

সকাল থেকে ঢাকায় বৃষ্টি, কী বলছে আবহাওয়া অফিস - ছবি : সংগৃহীত

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২০- এ জ্যৈষ্ঠ। তবে আষাঢ়-শ্রাবণের মতো প্রকৃতিতে রাজত্ব করছে বৃষ্টি। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে কখনো রোদ-মেঘের লুকোচুরিতে মেতেছে বৃষ্টি।

এদিকে শুক্রবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে ভারি বর্ষণ হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাতের পর কিছুটা কমে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিসগামী যাত্রীদের ভোগান্তি কম। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৯০ শতাংশ।


আরো সংবাদ



premium cement