২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শীতের তীব্রতা বাড়বে!

- ছবি - সংগৃহীত

কয়েকদিন ধরে মেঘেঢাকা আকাশ। মাঝেমাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে শীতও বেশি। তবে সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা বাড়ার আভাস মিলেছে। তার আগে বৃষ্টি ঝরবে দুয়েকদিন।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকা ও কুমারখালীতে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কক্সবাজার, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, রংপুর, রাজারহাট, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে।

মঙ্গলবারও এই অবস্থা চলবে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ।

তিনি সোমবার বলেন, ‘তবে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাব কেটে গেলে ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে।’

এবার মৌসুমে শীতের তীব্রতা অন্য বারের চেয়ে কমই ছিল। তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেলেও তা ছিল স্বল্পকালীন এবং মৃদু থেকে মাঝারি।

এর মধ্যে গত ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

আবহাওয়াবিদ বজলুর বলেন, ‘মাঘের শীতে বাঘ কাঁপে- এমন শীত এলো না এবার। কয়েকদিন পর পর পশ্চিমা লঘুচাপের প্রভাব থাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, এসময় তাপমাত্রাও বেড়েছে। সব মিলিয়ে তুলনামুলক শীত কম পড়েছে।

তবে ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়ার আভাস দেন তিনি।

দেখুন:

আরো সংবাদ



premium cement
জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি বেরোবিতে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন উত্তর কোরিয়ার সাথে ট্রাম্পের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ উপায় না পেয়ে স্বজনদের আশ্রয়ে আছে শহিদ মিজানের পরিবার প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে পতন হাতিয়ায় আগুনে পুড়ে ছাই ১৪ দোকান আজ মুক্তি পাচ্ছেন দেড় শতাধিক বিডিআর সদস্য দেবীগঞ্জে বৃষ্টির মতো পড়ছে শিশির বিন্দু গাজার ধ্বংসস্তুপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার

সকল