২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত - ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের সৃষ্টি হওয়ায় পুটয়াখালীসহ দক্ষিণ উপকূলে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এতে করে রবিবার থেকেই জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাতের পাশপাশি অকাশ মেঘলা এবং দমকা হাওয়া বইছে।

এদিকে, সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো মৎস্য বন্দরে নিরাপদে আশ্রয় নিচ্ছে।

পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য বন্দরে বিশেষ করে খাপড়াভাঙ্গা নদীর দুই পাড়ে এখন শত শত মাছ ধরার ট্রলার নোঙ্গর করে আছে। আবহাওয়া ভালো হলে তারা আবারও সাগরে মাছ শিকারে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন,‘ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement