বৃষ্টিপাত কমবে, বাড়তে পারে তাপমাত্রা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২১, ১৩:৫৬
আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাত কমবে তবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সন্দীপে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, মংলায় ৪৫ মিলিমিটার, খুলনায় ৩৮ মিলিমিটার, সাতক্ষীরায় ৩৬ মিলিমিটার, কক্সবাজারে ৩১ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এটি ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ দুর্বল হচ্ছে।
উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ও দুর্বল হয়ে বৃহস্পতিবার ভোর ৬ টায় গভীর নিম্নচাপ আকারে উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল।
ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা