২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিদায় নিয়েছে বুলবুল, সংকেত প্রত্যাহার

- সংগৃহীত

ঘূর্ণিঝড় বুলবল গভীর নিম্নচাপ থেকে শুধু নিম্নচাপসহ ক্রমশ দূর্বল হয়ে পড়ায় আর কোনো বিপদ নেই বলে দেশের সমূদ্র বন্দরসমূহ থেকে বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে অধিদপ্তরের পরিচালক আবহাওয়াবিদ শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ের যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেটের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement