২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সপ্তাহের শেষে শীতের প্রবণতা কমতে পারে

- ছবি - বিবিসি

চলতি সপ্তাহের শেষে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর ও পঞ্চগড় জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিহার এবং এর কাছাকাছি এলাকায় উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা ।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। এসময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের নোয়াখালীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু গাজার জনগণের ওপর যে পরিমাণ বোমা ফেলা হয়েছে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের হাসিনার সামরিক উপদেষ্টাসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না : মাহমুদ আব্বাস বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের বেরোবিতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

সকল