১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইবিতে বিতর্কিতরা ভিসি হলে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি

-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাকাডেমিক কাজে স্থবিরতা নিরসনে অতিদ্রুত ভিসি নিয়োগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ক্লিন ইমেজের’ শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের দাবি করেন। একইসাথে দুর্নীতিবাজ ও বিতর্কিত শিক্ষকদের নিয়োগ দিলে তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে শিক্ষার্থীরা, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘বিশ্বমানের ভিসি চাই’ ‘রেকর্ড দেখে ভিসি দিন- দুর্নীতির খবর নিন’ ‘অ্যাকাডেমিক স্থবিরতা দূরীকরণে যোগ্য ভিসি চাই’ ‘ভিসি চাই এমন- শিক্ষার্থীদের ব্যাথায় কাঁদে যার মন’সহ বিভিন্ন সেøাগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই সব ভিসি কোনো না কোনোভাবে লেজুড়বৃত্তিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এতে তারা অনিয়ম-দুর্নীতির মহাসুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা দুর্নীতিগ্রস্ত ভিসির পুনরাবৃত্তি চাই না। কোনো দলবাজ, বিতর্কিত শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।’ তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে ভিসি না থাকায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মনোবল ভেঙে পড়ছে। অবিলম্বে স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগ দিতে হবে।

 


আরো সংবাদ



premium cement
জীবননগরে ধান ওড়াতে গিয়ে নারীর মৃত্যু ফটিকছড়িতে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা দিলো সেনাবাহিনী কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বিসিএসআইআর চেয়ারম্যান হলেন সামিনা আহমেদ সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবিতে জেলেদের পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ ঢাবি কর্তৃপক্ষের ঢাবিতে পিটিয়ে মারা তোফাজ্জলের পাথরঘাটার বাড়িতে শোকের মাতম আরো ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে : ডিএনসিসির সিইও

সকল