৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`
ওয়ানওয়ে ৫৩ হাজার, রিটার্ন ৯০ হাজার টাকা

জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস বাংলা

ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চলাচলের উদ্বোধন ঘোষণা করেন বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান : নয়া দিগন্ত -

পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। গতকাল বৃহস্পািতবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে ঢাকা- জেদ্দা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ২০১৪ সালে আমি ইউএস-বাংলা এয়ারলাইন্সের উদ্বোধন করেছিলাম, আমিই আজ ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইট চলাচল উদ্বোধন করছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আশা করছি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহর আরো বড় করবে এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণ করে আরো এগিয়ে যাবে।
এর আগে অনুষ্ঠানে এভিয়েশন বিশেষজ্ঞ, ট্যুর অপারেটর, টিকিটিং এজেন্সি, এয়ারলাইন্সের মালিকসহ এই খাত সংশ্লিষ্টরা মন্ত্রীর কাছে কিছু সমস্যার কথা সমস্যা তুলে ধরেন এবং তা উন্নয়নে পরামর্শ দেন। তারা বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে বিমানবন্দরের নানা ধরনের ট্যাক্স, সিভিল এভিয়েশনের সারচার্জ, এভিয়েশন যন্ত্রাংশ আমদানির ট্যাক্স, জেট ফুয়েলের অতিরিক্ত দাম উল্লেখ করে এসব বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, আপনারা যেসব বিষয়ে কথা বলেছেন আশা করছি সিভিল এভিয়েশন (বেবিচক) চেয়ারম্যান সেগুলো নোট করেছেন। পাশাপাশি আমি এও বলতে চাই, এই খাতে অনেক উন্নয়ন হয়েছে।
আমরা দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে কাজ করেছি, করে যাচ্ছি। অনুষ্ঠানে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম মন্ত্রীকে হজের অতিরিক্ত বিমানভাড়া কমাতে একটি টেকনিক্যাল কমিটি করার পরামর্শ দেন।
ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, ঢাকা জেদ্দা রুটে ন্যূনতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৩ হাজার ১৮৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৯০ হাজার ৭১৮ টাকা। এছাড়া জেদ্দা থেকে ঢাকার ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৭৯৩ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া এক হাজার ৪৮৬ সৌদি রিয়েল। ঢাকা থেকে যাত্রীরা জেদ্দায় ৩০ কেজি এবং জেদ্দা থেকে ঢাকায় ৫০ কেজি মালামাল বিনা খরচে বহন করতে পারবে বলে জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সাধারণ সম্পাদক ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুৎফর রহমান, বায়রা নেতা কাজী মফিজুর রহমানসহ আটাব, টোয়াব ও হাব নেতারা।


আরো সংবাদ



premium cement
বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা কুষ্টিয়ায় আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে : খলীল আহমদ কাসেমী আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প গাজীপুর জেলা পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ স্বর্ণের দামে নতুন রেকর্ড ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

সকল