১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘৫৬ শতাংশ কোটা বিশ্বে বিরল’

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, কোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। ৫৬ শতাংশ কোটা বিশ্বে বিরল। এর মাধ্যমে বৈষম্যের দেয়াল তৈরি হচ্ছে। এ বৈষম্যবিরোধী চলমান আন্দোলনে সবার সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদেরও সোচ্চার হতে হবে।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে যাত্রাবাড়ী মধ্য থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট মো: মুয়াজ্জিন হোসাইনের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য এ টি এম রেদওয়ানের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন থানার মজলিসে শূরা, কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement