১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদাবাজির প্রতিবাদে ডেমরা থেকে বাস চলাচল বন্ধ!

-

চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর ডেমরার থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া প্রায় ৮০০টি বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে প্রায় আটটি কোম্পানির বাস চলাচল বন্ধ রাখা হয়। একই সাথে নারায়ণগঞ্জের মদনপুর ও গাউছিয়া এলাকা থেকে যেসব বাস ডেমরা হয়ে ঢাকায় যাত্রী পরিবহন করে সেগুলোও বন্ধ আছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন মালিকরা জানান, ফেরদৌস ভূঁইয়া রুবেল নামে এক ব্যক্তির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবেন। তবে পুলিশ বলছে, রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এখনো কেউ করেনি। রুবেলের সাথে আসমানী পরিবহনের মালিকানা নিয়ে ঝামেলা ছিল, যা তারা নিজেরাই মীমাংসা করবে বলে জানিয়েছে।
আসমানী পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো: রফিকুল ইসলাম বলেন, ফেরদৌস ভূঁঁইয়া রুবেল দীর্ঘদিন ধরে ডেমরায় গণপরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। এর মধ্যে গত কয়েক দিন ধরে তিনি আসমানী পরিবহনের সব বাস দখলের চেষ্টা চালান। এর প্রতিবাদে এ রুটে চলাচল করা সব বাসমালিক গণপরিবহন বন্ধ রেখেছেন। তিনি বলেন, ফেরদৌস আহমেদ রুবেলের চাঁদাবাজির বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে। ওসি স্টাফ কোয়ার্টার এলাকা পরিদর্শন করে চাঁদাবাজি বন্ধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে ফেরদৌস ভূঁঁইয়া রুবেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো: ইকবাল হোসাইন বলেন, আসমানী পরিবহন নিয়ে ফেরদৌস ভূঁঁইয়া রুবেলের সাথে অন্য মালিকদের ঝামেলা রয়েছে। এর প্রতিবাদে আসমানী পরিবহনের বাসগুলো যাত্রী পরিবহন বন্ধ রেখেছে। তবে এই ঝামেলা তারা নিজেরাই মিটিয়ে ফেলবে বলে জানিয়েছে।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল