দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে ইসলামী যুব মজলিসের বিক্ষোভ
- ০৮ জুলাই ২০২৪, ০০:৪৪
ভারতের সাথে রেল ট্রানজিটসহ দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে গতকাল বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মাদ সালমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বির আহমাদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ দেওয়ান তানজীল আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়সর, ইসলামী ছাত্র মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুর মোহাম্মদ, ইসলামী যুব মজলিস মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা এমরান ইউসুফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উত্তরের সাধারণ সম্পাদক মুফতি আজিজুল হক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য- ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, প্রভাষক মাইদুল ইসলাম, শ্রমিক মজলিসের মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইসলামী যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা