১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রানীনগরে বজ্রপাতে নিহত ১

-

নওগাঁর রানীনগরে বজ্রপাতে আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছে। আহতদের প্রথমে রাণীনগর এবং পরে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার বিকেল সোয়া চারটায় উপজেলার কাচারী বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য এবাদুর রহমান বলেন, ওই গ্রামে জায়গা-জমি মাপজোখ করার সময় বজ্র-বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত ও আহতরাসহ লোকজন একটি বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের আনোয়ার হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (৪০) ও সানাউল্লাহ (৫৮) গুরুতর আহত হয়। আহতদের সাথে সাথে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement