৩০ জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রিপোর্ট প্রকাশ
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জুলাই ২০২৪, ০১:১২
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অর্ধেক জেলার পারফরমেন্স (পারঙ্গমতা) সন্তোষজনক নয়। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহায়তায় ডব্লিউবিবি ট্রাস্ট তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ৩০ জেলার রিপোর্ট কার্ড তৈরি করেছে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে রিপোর্ট কার্ডটি তুলে ধরা হয়। রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে পরোক্ষ ধূমপান থেকে ধূমপায়ীদের সুরক্ষা প্রদান, তামাকের ভয়াবহতা সম্পর্কে সতর্কীকরণ, তামাকের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্ঠপোষকতা নিষিদ্ধকরণ, তামাকের কর বৃদ্ধির মতো দিকগুলোর ওপর ভিত্তি করে।
রিপোর্ট কার্ডে বলা হয়েছে ৩০ জেলার মধ্যে মাত্র ৩ জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সন্তোষজনক পারঙ্গমতা দেখিয়েছে। ঝিনাইদহ জেলা সবচেয়ে বেশি ৫০ স্কোর করেছে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এবং সবচেয়ে কম স্কোর করেছে গাইবান্ধা ১৭। গাইবান্ধা জেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
এ তিনটি জেলা হলো নাটোর, ঝিনাইদহ ও বরিশাল। অন্যদিকে অসন্তোষজনক ৯ জেলা এবং ৬ জেলার পারঙ্গমতা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এ ৬ জেলা হলো- জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও গাইবান্ধা। অসন্তোষজনক ৯ জেলাগুলো হলো- নরসিংদী, গোপালগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, সিলেট, পিরোজপুর, নেত্রকোনা ও রাজশাহী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা