১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউরোলজিস্ট অধ্যাপক সাজিদ হাসান আর নেই

-

বিশিষ্ট কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: মুহাম্মদ সাজিদ হাসান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার রাতে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ১৯৭৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৬ সালে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে মেডিক্যাল অফিসার হিসেবে আইপিজিএমআর বা পিজি হাসপাতালে যোগদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত। অধ্যাপক সাজিদ হাসানের সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন একজন অজাত শত্রু, একজন সদালাপী, একজন স্পষ্টবাদী ও ন্যায়পরায়ণ সৎ মানুষ। তার স্ত্রী বারডেমের বায়োক্যামেস্ট্রির অধ্যাপক। একমাত্র ছেলে একটি বেরসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মেয়ে চিকিৎসক।
তার সহকর্মী চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তার যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে। বর্তমানে তার লাশ বারডেমের হিমাগারে রাখা হয়েছে। আগামী ২ জুলাই বিএসএমএমইউর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর নামাজে জানাজার পর তাকে দাফন করা হবে। অধ্যাপক সাজিদ হাসানের মৃত্যুতে বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের তার সহকর্মী চিকিৎসকরা শোক প্রকাশ করেছেন।

 


আরো সংবাদ



premium cement