১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনলাইন প্রিপেইড গ্যাস বিল পরিশোধে জালালাবাদ গ্যাস, বিকাশ ও ব্র্যাক ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

-

বিকাশের মাধ্যমে অনলাইন প্রিপেইড গ্যাস বিল সংগ্রহের সুবিধা প্রদান করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি., জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং বিকাশ লিমিটেড।
এ ত্রিপক্ষীয় চুক্তির অধীনে, সিলেট সিটি করপোরেশন, সিলেট সদর এবং এর আশপাশের এলাকার জালালাবাদ গ্যাসের স্থানীয় প্রিপেইড গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

গত ২৫ জুন সিলেটের একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, বিকাশ লিমিটেডের পক্ষ থেকে, চিফ কমার্শিয়াল অফিসার, আলি আহমেদ এবং জালালাবাদ গ্যাসের কোম্পানি সেক্রেটারি (কারেন্ট চার্জ) জিতেন্দ্র কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ.কে.এম. তারেক; ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ইউনিট হেড, ডিপোজিট মোবিলাইজেশন, মাহাবুবুর রশিদ; এবং রিজিওনাল হেড, সিলেট রেজাউর রহমান।
এ ছাড়াও বিকাশ লিমিডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল, এস. এম. বেলাল আহমেদ; ডেপুটি জেনারেল ম্যানেজার, কমার্শিয়াল, আহমেদ রুবায়েত; রিজিওনাল ম্যানেজার, ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস, তানভীর খান মজলিশ।
জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর, মো: আতিকুর রহমান; এবং অন্য ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল