১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দিনাজপুরে সাপের দংশনে বৃদ্ধার মৃত্যু

কলাপাড়ায় কৃষকের জালে রাসেলস ভাইপার

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরাপড়া রাসেলস ভাইপার : নয়া দিগন্ত -


পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়েছে রাসেলস ভাইপার। দিনাজপুরে সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। নীলফামারীর জলঢাকায় পিটিয়ে মারা হয়েছে ২৯টি বাচ্চাসহ ্একটি সাপ।
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে এক কৃষকের জালে ধরা পড়েছে একটি বিষধর রাসেলস ভাইপার সাপ। এটি দৈর্ঘ্যে ৫ ফুট। গতকাল সোমবার সকাল ৮টার সময় বৌলতলী গ্রামের নুর হাওলাদার রাড়ির পুকুরে পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত অবস্থায় রাখেন। এ সময় সাপটিকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অব পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের আক্রান্ত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়। স্থানীয় কৃষক নুর হাওলাদার জানান, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি আটকানোর চেষ্টা করি। এ সময় সাপটির ওপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত অবস্থায় আছে। এটি আমি একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে পারলে তাকে দিয়ে দেবো। নয়াকাটা গ্রামের শাহিন চৌকিদার জানান, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। তারিকাটা গ্রামের ইউসুফ ভূঁইয়া জানান, আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছে। তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত, বাঁচানো যায় কিনা সন্দেহ রয়েছে।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করব। তিনি সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে তাদের খবর দেয়ার অনুরোধ জানান। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড.শংকর চন্দ্র অধিকারী বলেন, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি কামড় দেয় সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

দিনাজপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর বোচাগঞ্জে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। সাপের কামড়ে নিহত ভাদুরী বেওয়া (৬০) বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাইয়াজ ইজতিহাদ সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ভাদুরী রানী সকাল ১১টার দিকে ডেইর গ্রামের পাশে ফাঁকা মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। এতে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জলঢাকায় ২৯ বাচ্চাসহ ১টি রাসেল ভাইপার সাপ পিটিয়ে হত্যা
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌজা শৌলমারী আলসিয়ার চরের বাঁধ থেকে ২৯টি বাচ্চাসহ বড় একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা।
কৈমারী ইউনিয়ন পরিষদের সচিব রশিদুল ইসলাম জানান সোমবার বিকেল ৪টার দিকে তিস্তা নদীর আলসিয়ার চর বাঁধের একটি গর্তে স্থানীয় লোকজন গর্তের ওপরে রাসেল ভাইপার সাপের বাচ্চাগুলো নড়াচড়া করতে দেখে বাঁধের আশপাশের বাসিন্দাদের খবর দেন। পরে লোকজন জড়ো হয়ে বাঁধের গর্ত কুঁড়ে ২৯টি বাচ্চা ও মা সাপটিকে বের করে পিটিয়ে মেরে মাটি চাপা দেন।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাসেল ভাইপার নাকি অন্য সাপ এটি নিশ্চিত হওয়ার আগেই লোকজন মেরে মাটি চাপা দেন। তিনি আরো বলেন, এই সাপগুলো রাসেল ভাইপার হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো বা তিস্তা নদী দিয়ে এই সাপ ভেসে এসে চরের বাঁধে আশ্রয় নিয়েছে।

 


আরো সংবাদ



premium cement
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত শেখ হাসিনা চেয়েছিলেন একক কর্তৃত্ব কায়েম করতে : গোলাম পরওয়ার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর

সকল