ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে আওয়ামী লীগ : ড. রাজ্জাক
- ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ০২:৩২
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ন্যায় ও সমতার ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালিত এবং সমাজ ব্যবস্থা এটাই হলো আওয়ামী লীগের আদর্শ ও চেতনা। এই চেতনা বুকে ধারণ করে কে গারো, হাজং, চাকমা, খ্রিষ্টান, হিন্দু বা মুসলিম এটি আমাদের কাছে কোনো কথা নয়। আমাদের কাছে বিষয় হলো মনবতা আমরা সবাই মানুষ। সব মানুষের সমান অধিকার। সব মানুষ জন্মগতভাবে সমান।
তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যেকোনো মূল্যে দেশে এই ধর্মনিরপেক্ষতা-অসাম্প্রদায়িকতাকে লালন করব ও বজায় রাখব এবং অশুভ শক্তিকে আমরা নির্মূল করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার। এটিকে আমরা বজায় রাখতে চাই।
গত শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীর সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শোলাকুড়ী ইউনিয়ন আ’লীগ নেতা শহিদুল ইসলাম শাহ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো: ইয়াকুব আলী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: সজীব আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও উপজেলা যুব লীগের আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা