১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পল্টনে মদপানে ২ যুবকের মৃত্যু

-

রাজধানীর পল্টনের কালভার্ট রোডের একটি অফিস থেকে ফরহাদ (২১) ও ইমন (২৩) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রুপায়ন তাজ টাওয়ারের ৬ষ্ঠ তলার মাতৃভমি গ্রুপের অফিস থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা মদ্যপানের বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা ওই অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতো। লাশের পাশ থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার এসআই রাম কানাই সরকার জানান, অফিসের দরজা ভেঙে দুই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান তারা আর বেঁচে নেই।
এসআই আরো জানান, লাশ দু’টির পাশে কাচের বোতলে এলকোহল জাতীয় পদার্থ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ওই নেশাজাতীয় পদার্থ পান করায় এই ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহত ইমন ভোলার লালমোহন থানার চৌকিদার বাড়ি গ্রামের নুর ইসলাম পাটোয়ারীর ছেলে এবং ফরহাদ একই এলাকার চর কচ্ছপিয়া গ্রামের মো: জলিলের ছেলে।
মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পী সরদার জানান, নিহতরা দু’জনেই গত এক মাস ধরে আমাদের অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তারা অফিসে থাকতো। বহস্পতিবার বিকেল থেকে তাদের কোনো খবর না পেয়ে স্বজনরা আমাদের জানালে আমরা অফিসে গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি দুজন অচেতন অবস্থায় পড়ে আছে।

 

 


আরো সংবাদ



premium cement