ঈদ জামাত কোথায় কখন
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
আগামীকাল ১৭ জুন সোমবার সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। এ জন্য দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি চলছে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, জাতীয় ঈদগাহে প্যান্ডেলের ভিতরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অতি বৃষ্টি হলেও প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি রয়েছে এবং মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ পড়তে পারবেন বলেও তিনি জানান।
এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম এতে ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এ জামাতে ইমাম হবেন জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এ জামাতে ইমামতি করবেন। এ পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো: আশরাফুল ইসলাম।
এ ছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায়, সলিমুল্লাহ হল মসজিদে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে সকাল ৮টায়, ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, আজিমপুর ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর মসজিদে সকাল সাড়ে ৭টায়, মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টায়, ৮টায় ও পৌনে ৯টায়, চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ ও কমপ্লেক্স জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, পূর্ব হাজিপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে ৭টায়, ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টায়, লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারস্থ ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টায় এবং লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালে কোথায় কখন ঈদের জামাত
বরিশাল ব্যুরো জানান, বরিশাল নগরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বান্দরোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
এদিকে নগরের আমতলার মোড়স্থ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া নগরের ইউছুমদ্দিন জামে মসজিদের উদ্যোগে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বড় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ার দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এ ছাড়া দক্ষিণাঞ্চলে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়। অপর দিকে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবারে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া আরেক বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠির এন এইচ কামিল মাদরাসা মাঠে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা রহ. মাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা