১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো বায়োফার্মা লিমিটেড

কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন বায়োফার্মার এমডি ডা: লকিয়ত উল্যাহ : নয়া দিগন্ত -

দেশের মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে সেরা ঔষধ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে বায়োফার্মা লিমিটেড কোম্পানি উৎপাদনশীলতায় এবং পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয়ের জুরি বোর্ডের বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে আয়োজিত ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ এবং ইনস্টিউটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্যাহ গতকাল শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির হাত থেকে ট্রফি ও সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাকিয়া সুলতানা, সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়, রাষ্ট্রদূত মাশ্ফী বিনতে শাম্স, রেক্টর ফরেন সার্ভিস একাডেমি এবং মাহবুবুল আলম, সভাপতি এফবিসিসিআই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মেজবাহুল আলম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement