ঢাবিতে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যবিষয়ক সার্টিফিকেট কোর্স শুরু
- ০৯ জুন ২০২৪, ০০:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের (সিসিএইচপিইউ) যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী ‘জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য’ বিষয়ক এক সার্টিফিকেট কোর্স শনিবার শুরু হয়েছে। ঢাবি ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভূতত্ত্ব বিভাগের প্রফেসর এম এ লতিফ মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো: মিজানুর রহমান, জাতিসঙ্ঘের ইআরডি উইংয়ের প্রধান এ কে এম সোহেল, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের জলবায়ুবিষয়ক সিনিয়র ডিরেক্টর ডেভিড শিমকুস, যুক্তরাজ্য-ভিত্তিক সংস্থা এফসিডিওয়ের স্বাস্থ’্যবিষয়ক উপদেষ্টা ড. মো: শফিকুল ইসলাম এবং সিসিএইচপিইউ-এর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ইকবাল কবীর বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ^জুড়ে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে তা আরো বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন ধরনের রোগব্যাধির প্রকোপ বাড়ছে এবং এর ফলে মানব স্বাস্থ্য ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়ছে। এ জন্য জলবায়ু পরিবর্তন এখন মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগেেলা মোকাবেলায় গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোকে এর ক্ষতিকর প্রভাব অনুভব করতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। জনগুরুত্বপূর্ণ এই কোর্সে অংশগ্রহণকারীরা জলবায়ু সহিষ্ণু ও সুরক্ষিত স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালঞ্জগুলো মোকাবেলার মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে ভিসি আশাবাদ ব্যক্ত করেন।
এই কোর্সে শিক্ষক, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরাসহ ৪০ জন অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা