১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
শ্রমিকদের সড়ক অবরোধ

রাঙ্গুনিয়ায় গার্মেন্টে সন্ত্রাসী হামলায় আহত ৩

-

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দাশ ইন্ডাস্ট্রিজ গার্মেন্ট ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছেন। তারা হলেনÑ ফ্যাক্টরির জি এম অন্তর বৈদ্য (২৪), রাসেল দাশ (৪১) ও শ্রমিক রোসনারা আক্তার (৪১)। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা চৌমুহনী-রানীরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
জানা যায়, গতকাল উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন এলাকার দাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গামের্ন্টে সকাল সাড়ে ১০টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। কারখানার শ্রমিক হৃদয় জানান, সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎই কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা অন্তর বৈদ্য ও রাসেল দাশের ওপর হামলা চালায়। এ সময় প্রতিবাদ করতে গেলে নারী শ্রমিক রোসনারা আক্তারকেও সন্ত্রাসীরা আহত করে। পরে তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
এ দিকে হামলার খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে শত শত বিক্ষুব্ধ শ্রমিক বেলা সাড়ে ১১টায় চৌমুহনী-রানীরহাট সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ সময় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ সাড়ে ১২টার দিকে শ্রমিকদের ব্যারিকেড তুলে দেয় এবং এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিক রোসনারা আক্তার জানান, একদল অস্ত্রধারী সন্ত্রাসী কারখানায় ঢুকে শ্রমিক ও কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। ইতঃপূর্বেও সন্ত্রাসীরা কারখানায় হামলা চালিয়েছে। দাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কামনাশীষ দাশ আশিষ বলেন, কারখানাটি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা প্রায়ই শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ভয়ভীতিসহ নানাভাবে হয়রানি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার কারখানায় কর্মরত তিনজনের ওপর হামলা চালিয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল