০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

চামড়া সংরক্ষণে আট বিভাগে এক লাখ টন লবণ সরবরাহ

-

আসন্ন পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে এক লাখ টন ক্রড লবণ পৌঁছে দেয়া হচ্ছে বলে বিসিক চামড়া সংরক্ষণ সেলের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।
জানা গেছে, চলতি বছর ঈদুল আযহা উপলক্ষে সম্ভাব্য জবাইকৃত গবাদিপশুর সংখ্যা হবে প্রায় এক কোটি সাত লাখের বেশি। এর বিপরীতে দেশে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার গবাদিপশু মজুদ রয়েছে।
প্রায় এক কোটি সাত লাখ জবাইকৃত গবাদি পশুর চামড়া সংরক্ষণের জন্য যে পরিমাণ লবণ প্রয়োজন তা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে পৌঁছে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিক প্রধান দফতরের লবণ সেলের প্রধান কর্মকর্তা সরোয়ার হোসেন। তিনি জানান চামড়ার সংরক্ষণের জন্য এক লাখ টন লবণের মধ্যে মাঠ পর্যায়ের জন্য ৮৫ হাজার টন এবং ট্যানারিতে চামড়া প্রসেসিংয়ের জন্য ১৫ হাজার মেট্রিক টন ব্যবহৃত হবে।
এ দিকে বিসিক লবণ প্রকল্পের জিএম জাফর ইকবাল ভূঁইয়া গতকাল বিকালে জানান ধোলাই খরচ ছাড়া মাঠে প্রতিমণ অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছিল গড়ে ৩৫৫ টাকার মতো।
লবণ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ নুরুল কবির জানান, গতকাল পর্যন্ত মিলগেটে অপরিশোধিত প্রতিমণ লবণ ৪৫০ থেকে ৪৯০ টাকা দরে পাইকারি কেনা হয়েছে। বিসিক প্রকল্পসূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৫ লাখ ২৮ হাজার টন।
তার মধ্যে বৈরী আবহাওয়া থাকায় উৎপাদন হয়েছে ২৪ লাখ ৩৭ হাজার ৮৯০ টন। চলতি মৌসুমে চট্টগ্রাম ও কক্সবাজার বাজার উপকূলে মোট ৬৮ হাজার ৫০৫ একর লবণ মাঠে ৪০ হাজার ৬৯৫ জন শ্রমিক লবণ উৎপাদনে জড়িত ছিল। বিসিকসূত্র জানায়, পরিশোধিত ভোজ্য আট লাখ ৭৮ হাজার টন, শিল্পখাতে আট লাখ ৩৭ হাজার টন, মৎস্যখাতে ৩৮ হাজার, প্রাণিসম্পদ খাতে তিন লাখ ৪৬ হাজার টনসহ চাহিদা রয়েছে ২০ লাখ ৯৮ হাজার টন। পরিশোধনের ১৭% প্রসেসিং লস-সহ মোট লবণের চাহিদা ধরা হয়েছিল ২৫ লাখ ২৮ হাজার টন।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল