১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যশোরে বিজিবিতে চাকরি দেয়ার নামে প্রতারণা আটক ২

-

যশোরে বিজিবিতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দু’জনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটকরা হলেন, যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের মৃত শেখ আতিকুর রহমানের ছেলে আনিসুর রহমান ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মশিউর রহমান। যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে নিজ এলাকায় চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ এপ্রিল তারা দোকানে অবস্থান করাকালীন আনিসুর সেখানে আসেন। ওই সময় তিনি রবিউলের ছেলে সানমুন আহম্মেদকে বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখান। তার প্রলোভনে রাজি হন রবিউল ও তার ছেলে।

তাদের মধ্যে পাঁচ লাখ টাকায় চুক্তিও হয়। এরপর গত ২৮ এপ্রিল অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে সানমুনকে বিজিবির কমান্ডার পরিচয় দিয়ে কল করেন। তাকে জানানো হয়, অনলাইনে আবেদনের জন্য তিন হাজার টাকা দিতে হবে। পরে তাকে তিন হাজার টাকা দেন সানমুন। এর মধ্যে গত ২৮ মে আনিসুর ও মশিউর সানমুনদের বাড়িতে যান। সেখানে গিয়ে জানান,পহেলা জুন যশোর বিজিবির মাঠে পরীক্ষা হবে। ওই পরীক্ষায় পাসের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন তারা।
এরপর ১ জুন সকালে বাবা-ছেলে বিজিবির মাঠে যান। সেখানে আসামিদের সাথে দেখা হলে আরো ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তারা পাঁচ হাজার টাকা দেন এবং চাকরি হলে বাকি টাকা দেবেন বলে জানান। একই সাথে তাদের অনলাইনের একটি আবেদনপত্র দিয়ে চলে যান তারা। পরে ওই আবেদনপত্র নিয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে সেটি জাল বলে জানতে পারেন। এরপর ভুক্তভোগীরা ওই দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

 


আরো সংবাদ



premium cement

সকল