১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তা’মীরুল মিল্লাতে আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়ার অনুষ্ঠান : নয়া দিগন্ত -

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকায় আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনাবলী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ২টি পর্বে বিভক্ত ছিল।
১ম পর্বে শুরুতেই অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নুসাইবা। অতঃপর ইসলামী সঙ্গীত পরিবেশন করে মানহা বিনতে সাইফুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি এবং তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন শিক্ষাবিদ মাদরাসা গভর্নিং বডির সদস্য মোয়াজ্জেম হোসেন। পরীক্ষার্থী ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাবেয়া বুশরা ও তাশফিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান। ১ম পর্বের সঞ্চালনায় ছিলেন কো-অর্ডিনেটর মুহতারাম মাহমুদ হোসাইন। দু’আ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষকগণ ছাত্রীদের নানা নির্দেশনা প্রদান করেন। এ সময় পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। অতঃপর ছাত্রীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement