১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে নারীর টোপ ফেলে ছিনতাই, যুবক গ্রেফতার

-

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামিতে প্রতারকচক্র নারীর টোপে ফেলে এক প্রবাসীর সর্বস্ব ছিনতাই করে নেয়। ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি জানান, মোবাইলে যোগাযোগের সূত্র ধরে দেখা করার আগ্রহ দেখিয়ে তাদের আস্তানায় নিয়ে জিম্মি করে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র এবং মুক্তিপণের টাকা হাতিয়ে নেই চক্রটি।
বায়েজিদ থানা পুলিশ জানিয়েছেন, গত রোববার বায়েজিদের শান্তি নগর এলাকা থেকে মোহাম্মদ ইমরান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার করা হয়। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, প্রতারণার শিকার একজন প্রবাসী। সে প্রবাসে থাকাকালে ফেসবুকে এক নারীর সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাকে ওই নারী বিদেশ থেকে কিছু কসমেটিক আনতে বলেন। তিনি ১৫ মে বাংলাদেশে আসেন। পরে ওই নারী তাকে দেখা করতে বলেন। দেখা করতে গত শুক্রবার বিকেল ৫টার দিকে বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় যান। এ সময় বেড়াতে যাওয়ার কথা বলে ওই নারী তাকে গাড়িতে তুলে জিএম বাংলো পাহাড়ের উপরে নিয়ে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ৭-৮ জন যুবক ওই ব্যক্তিকে ঘেরাও করেন। তাকে পাহাড়ের উপর আটকে রেখে একটি আইফোন, স্মার্ট ওয়াচ, ১৫০০ দিরহাম, ১১ হাজার ইন্দোনেশিয়ান রুপি, ৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন লুট করে। পরে তার বিকাশে থাকা ৩২ হাজার ১৯০ টাকাও তুলে নেয় চক্রটি।
ওসি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের চিহ্নিত করে একজনকে ধরা হয়। তার কাছ থেকে আইফোন, দেড় হাজার দিরহাম, ১১ হাজার ইন্দোনেশিয়ান রুপি উদ্ধার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement

সকল