ওবায়দুল কাদেরের ভাইয়ের প্রার্থিতা বহাল
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ মে ২০২৪, ০০:৪৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে শাহদাত হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল ও তামান্না ফেরদৌস। অপর প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরসেদ। গত ১৪ মে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দেন আদালত।
এ ছাড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো: ইকবাল কবীর ও বিচারপতি মো: আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান দেয়া সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে শাহাদত হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী মো: একরামুল হক টুটুল ও তামান্না ফেরদৌস। ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও আশফাকুর রহমান।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা