১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে মহাসড়কে চাঁদা তোলা চক্রের ২১ সদস্য আটক

-

রাজশাহীতে সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্যকে আটক করেছে র‌্যাব। জেলার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহী সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, দুলাল মণ্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), মো: আলমগীর (৩৬), মো: আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), মো: বাবু (৪৪), আবু হেনা ওরফে বাদল (৪৩), সজীব ইসলাম (২১), নাহিদুল ইসলাম (২০), হিরু চন্দ্র পাল (৬০), আমিরুল হক (৩৩), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), আবদুল মজিদ (৬৫), ওয়াহাব আলী (৩২), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আবু জাফর (৪২) ও মো: খোকন (২৫)। তাদের সবার বাড়ি রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলায়। র‌্যাব জানায়, তারা সড়ক-মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদা তোলেন। এটাই তাদের পেশা। আর এজন্য তারা টালি খাতাও ব্যবহার করেন। তাদের কাছ থেকে দু’টি টালি খাতা, আটটি চাঁদা তোলার রসিদ বই এবং নগদ ছয় হাজার ১১৯ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবার ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাব আরো জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোনো চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানান তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময়ে মারধর এবং গাড়ি ভাঙচুর করে। অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

সকল