১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাকার বিনিময়ে কারিগরি বোর্ডের জাল সনদ বিক্রির প্রমাণ পেয়েছে ডিবি

-

কারিগরি শিক্ষাবোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা টাকার বিনিময়ে সনদ ও মার্কশিট বিক্রি করতেন বলে প্রমাণ পেয়েছে ডিবি পুলিশ। সে সব তথ্য প্রমাণ বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।
গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, এ কে এম শামসুজ্জামান মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাঁচ হাজার জাল সনদ দিয়েছেন। তার সাথে বোর্ডের বহু কর্মকর্তা ও কর্মচারীরাও জড়িত ছিলেন। রিমান্ডে টাকার বিনিময়ে বিক্রি করা সনদ বাতিলে গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন শামসুজ্জামান। এর মাধ্যমে সনদ শনাক্ত করে বাতিল করা যাবে। আমরা এই তথ্য কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাব। পাশাপাশি বুয়েটের এক্সপার্টদের যুক্ত করে কাজটি কিভাবে করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’ কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাকে টাকা দেয়ার ব্যাপারে জানতে চাইলে মহানগর ডিবি প্রধান বলেন, শুধু শুধু কাউকে ঝামেলায় ফেলতে চাই না। তাই শামসুজ্জামান যেসব সাংবাদিক ও দুদক কর্মকর্তার নাম বলেছে তাদের ঊর্ধ্বতনদের সাথে কথা বলা হয়েছে। ওই সাংবাদিক বা কর্মকর্তারা চাইলে শামসুজ্জামানের মুখোমুখি বসে কথা বলতে পারেন। আমরা তাদের সেই সুযোগ দেবো। দুদক কর্মকর্তারা শামসুজ্জামানের সাথে কিভাবে যুক্ত হলেন- জানতে চাইলে হারুন বলেন, ‘শামসুজ্জামান মনে করেছেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চার পাশে দালাল প্রকৃতির লোক থাকে। পাশাপাশি সাংবাদিক ও দুর্নীতি দমন কমিশন অনিয়ম তদন্ত করে। তারাও যদি তার পাশে থাকে তাহলে সনদ বাণিজ্যটা বড় আকারে করতে পারবেন। সে কারণেই তিনি এই নেটওয়ার্ক গড়ে তোলেন। শামসুজ্জামানের সহযোগী।
গত ৩১ মার্চ মধ্যরাতে রাতে শামসুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গেয়েন্দা পুলিশ। পরে তাকে সাময়িক বরখাস্ত করে কারিগরি শিক্ষা বোর্ড। ২১ এপ্রিল বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। স্ত্রী জড়িত থাকার বিষয়টি সামনে আসার পরে চেয়ারম্যান আলী আকবরকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


আরো সংবাদ



premium cement

সকল