গাজীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতার সেই শটগান এখন থানায়
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে অস্ত্র উঁচিয়ে ভয় প্রদর্শনকারী সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রেজাউল করিম।
গত শনিবার সকালে স্থানীয় দেশীপাড়ার হারুন অর রশিদ ও তার স্বজনরা পারিবারিক জমি মাপজোখ করার সময় ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী রাশেদুজ্জামান মাসুম শটগান তাক করে জমি মাপতে বাধা দেন। এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে গুলি করে বুক ফুটো করে দেয়ার হুমকি দেন। গতকাল এ ঘটনার সচিত্র খবর সংবাদপত্রে প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। জিএমপি সদর থানার ওসি সৈয়দ রেজাউল করিম বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা ইতোমধ্যেই অস্ত্রটি উদ্ধার করেছি। এটি তার (মাসুমের) লাইসেন্স করা অস্ত্র। কিন্তু প্রকাশ্যে ওই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি। একই সাথে আদালতের অনুমতি সাপেক্ষেপে সাধারণ ডায়েরি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা