০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

হাফেজ আবু রায়হানের আবারো বিশ্বজয়

-

হাফেজ আবু রায়হান আবারো বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন। সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন তিনি। গতকাল স্থানীয় সময় রাত দশটায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ১ম স্থান অর্জন করে বাংলাদেশ, ২য় স্থান অর্জন করে মিসর এবং তৃতীয় স্থান অর্জন করে স্বাগতিক দেশ সেনেগাল। প্রথম পুরস্কার ২০ হাজার ইউএস ডলার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার ইউএস ডলার, তৃতীয় পুরস্কার তিন হাজার ডলার। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিশ্বের উল্লেখযোগ্য ২৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। বাংলাদেশী প্রতিযোগী হাফেজ আবু রায়হানকে পুরস্কার হিসেবে সর্বমোট ২০ হাজার ইউএস ডলার, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রধান ড. শায়েখ আব্দুল মালিক নিয়াস। পুরস্কার মূল্য যা বাংলাদেশী টাকায় ২১ লাখ ৯২ হাজার টাকার থেকেও বেশি।
শিশু কারি হিসেবে খ্যাতি পাওয়া হাফেজ আবু রায়হান ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশনভিত্তিক রিয়েলিটিশো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল।
হাফেজ আবু রায়হান মুফতি আবদুল কাইয়ুম মোল্লা পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি গত বছরের ২৪ ডিসেম্বর লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাছাইপর্বে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত হন এবং মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর কাছে থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন।
সংশোধনী কপি
হাফেজ কারি আবু রায়হান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে শহিদুল্লাহ ও শিউলী বেগমের ছেলে এবং উপজেলার হাইজাদীতে অবস্থিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
সেনেগাল থেকে মোবাইলে হাফেজ রায়হানের শিক্ষক মুফতি আব্দুল কাইয়ুম জানান, ৩০ দেশকে পিছনে ফেলে কারি আবু রায়হান বিশ্বজয় করতে সক্ষম হয়েছেন।
আড়াইহাজারের কৃতী সন্তান হাফেজ কারি আবু রায়হান দেশের সুনাম দেশের বাইরে বৃদ্ধি করায় স্থানীয় সংসদ সদস্য, হুইপ নজরুল ইসলাম বাবু তাকে অভিনন্দন জানান। তা ছাড়াও অভিনন্দন জানান আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ।


আরো সংবাদ



premium cement
ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন

সকল