উখিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
কক্সবাজারের উখিয়া থেকে ১০ শ্রেণীর ১৬ বছরের এক অপহৃত ছাত্রীকে চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শাহিন আলমকে আটক করা হয়েছে। গতকাল রোববার র্যাব এ অভিযান চালায়। আটক শাহিন আলম উকিয়ার লম্বরীপাড়া এলাকার ইউছুফ আলীর ছেলে।
র্যাব জানায়, অপহৃত কিশোরী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন একটি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের শাহিন আলম ওই কিশোরীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। গত ১৮ ফেব্রুয়ারি বিকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে শাহিন ও তার তিন-চারজন সহযোগী অপহরণ করে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদি হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, র্যাব অপহরণের বিষয়টি ছায়া তদন্ত করে। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে প্রথমে ধরা হয়। এরপর তাদের তথ্যে অপহৃতকে উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা