১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোলাহাট ও মনিরামপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

-

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে স্কুলপড়–য়া দুই শিশু। শনিবার উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে গভীর পানির নিচে তলিয়ে গিয়ে শিশু দুটি মারা যায়।
তারা হলো উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ (১২) এবং মো: সুবেদ মিস্ত্রীর ছেলে মাসুম (১২)। তারা বজরাটেক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে একই গ্রামের পাঁচ বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পনিতে বল খেলা শুরু করে। নদীতে খেলার এক পর্যায়ে জিহাদ ও মাসুম ডুবে যায়।
খেলার সাথি শামিম জানায়, আমরা বল চালাচালি খেলা খেলছিলাম। এমন সময় আমাকে নদী টেনে নিচ্ছিল। আমি অনেক কষ্ট করে উঠে আসি। পিছনে ফিরে তাদের আর দেখতে পায়নি। আশেপাশে অনেক খোঁজাখুজি করে না পেলে বাড়িতে এসে তাঁদের মা-বাবাকে জানাই।
তাদের পরিবার ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যায়। পরিবার ও স্থানীয়রা দুপুর একটার দিকে একজনকে উদ্ধার করলেও অন্যজনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি দল ডুবে যাওয়ার স্থানে তল্লাশি চালায়। দুপুর আড়াই টার দিকে তারা নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করে।
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিত (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামিয়া ও সাবিত দুই ভাইবোন। দুপুর ২টার দিকে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খেঁাঁজ শুরু করে। আশপাশের বাড়িতে সন্ধান না খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পাশে পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিলে ডা: আজিজুর রহমান দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল