প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:৫৭
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ উদ্দিন ভূঁইয়া বলেছেন, তার নামে একদল কুচক্রীমহলের দায়ের করা মিথ্যা মামলা দায়ের করে তার সুনাম ক্ষুণœ করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে গত সোমাবার এক যৌথ সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী খ্যাত বাবু মির্জা ও তার ভাতিজা স্বপন মির্জা নানাভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করছে প্রতিনিয়ত। তাদের অপকর্মের প্রতিবাদে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেও কোনো উপকার পায়নি। তিনি বলেন, তিনি একজন কলেজের প্রভাষক। তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করে তার সুনাম নষ্ট করাসহ তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ দিকে একই সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধার ছেলে আশরাফুল ইসলাম জানায়, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। অথচ তাকেও আলোচ্য ব্যক্তিরা রাজকার বলে গালিগালাজ করেন। দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরে ও দেশের বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান ও রাজাকার বলে গালি দেওয়াটা গুরুতর অপরাধ বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সাবেক ইউপি চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আজগর আলী (বিএসসি), এনায়েতপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, খুকনী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাবেক চেয়ারম্যান শাজাহান আলী মিয়া, এনায়েতপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ এ বি এম শামীম, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলু ব্যাপারী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা