১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজের

-

২৫ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা (বকেয়া বেতনসহ), ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। নেতৃবৃন্দ এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরসহ (ডিএফপি) সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতারা।
গতকাল ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের নির্বাহী পরিষদের প্রথম সভা থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের অবশ্যই বেতন-ভাতাসহ ঈদবোনাস ও বৈশাখী ভাতা পরিশোধ করতে হবে। নতুবা ঢাকা সাংবাদিক ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আন্দনদায়ক একটি উৎসবে মালিক পক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের ডিইউজের দাবি অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধ করবেন।
এ ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য প্রর্দশন করা হবে না। তা না হলে ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না। নেতৃবৃন্দ এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় কাজী মোহসিন আল আব্বাসকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ গঠন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ডিইউজে নির্বাচন নিয়ে যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহসভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো: শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য জি এম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, আজকালের খবরের ইউনিট চিফ সাইফুল ইসলাম মন্টু, বাসসের ডেপুটি ইউনিট চিফ কাজী গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদ্দিন), নিউ নেশনের ডেপুটি ইউনিট চিফ মঈন উদ্দিন আহমেদ, করতোয়া ডেপুটি ইউনি চিফ মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল