১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

৩১ দেশের গবেষকদের নিয়ে গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু

-

ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার বিকল্প নেই। আর এই চ্যালেঞ্জ অর্জনে বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষক-গবেষকদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি ইন্ডাস্ট্রি ব্যক্তিদেরকেও কাজ করতে হবে সমানতালে। মূলত একুশ শতাব্দীর এই চালেঞ্জে অবদান রাখার লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আজ থেকে তৃতীয়বারের মতো সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে।
বিশ^বিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন ১৮-১৯ ডিসেম্বর পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, ফ্রান্স, থ্যাইল্যান্ড, সুইডেন, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরবসহ বিশে^র ৩১টি দেশের শতাধিক গবেষক ও অধ্যাপকরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক এই সম্মেলনে মূলত তিনটি পৃথক ট্র্যাক তথা ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস, ইলেকট্রনিক্স, পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাধান্য পাবে। যেখানে বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে জমা পড়া ১৬৭টি গবেষণা প্রবন্ধ হতে বাছাইকৃত ৫৫টি প্রবন্ধ মৌখিক এবং ১০টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। সম্মেলন পরবর্তী সময়ে গবেষণা প্রবন্ধগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে স্থান পাবে।
সম্মেলনের অর্গানাইজিং চেয়ার প্রফেসর ড. মো: সাইফুল আজাদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্ডাস্ট্রিপার্সন ও শিক্ষাবিদদের মধ্যে সেতুবন্ধন তৈরির কৌশলসংক্রান্ত নানা বিষয় আলোচিত হবে সম্মেলনে। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শিল্প বিপ্লবের ক্ষেত্রে এগিয়ে যাওয়াই নয় বরং স্নাতকদের দক্ষতার মান বাড়াতে শিক্ষা ও শিল্পের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনের প্রধান বক্তারা হলেন আইইইই ফেলো ও যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর সজল কে দাস; আইইইই ফেলো ও ইউনিভার্সিটি অব ইলিনয়েসের প্রফেসর তারেক আবদেল জাহের, আইইইই ফেলো ও সিঙ্গাপুরের রোলস রয়ছে ইলেক্ট্রিক্যালের প্রধান অমিত কে গুপ্ত; আইইইই ফেলো ও ইতালির ইউনিভার্সিটি অব ক্যালাবরিয়ার প্রফেসর জিয়োনকার্লো ফোরটিনো; ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির প্রফেসর আই চুন পাং, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালযয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলের প্রফেসর মুহাম্মদ আশরাফুল আলম, আইইইই ফেলো ও ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের তপন সাহা, কানাডার ইউনিভার্সিটি অব সাচকাচুয়ানের প্রফেসর ড. চঞ্চল রায়; উহান টেক্সটাইল ইউনিভার্সিটির প্রফেসর ঝি চেন এবং জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনের ড. ইঞ্জিনিয়ার মনিরুদ্দোজা আশির।
ঢাকা বিশ^বিদ্যালয়, বুয়েটসহ ৭০টি বিশ^বিদ্যালয় এবং আটটি দেশী-বিদেশী প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষক, গবেষক, উচ্চপদস্থ কর্মকর্তা ও পলিসি প্ল্যানারগণ অংশগ্রহণ করবেন।
সম্মেলনে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ারিংপড়–য়া শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা টেকসই প্রযুক্তিতে চতুর্থ শিল্প বিপ্লবের অবদান সম্পর্কে পূর্ণ স্বচ্ছ একটি ধারণা পাবে এবং দেশকে এই বিপ্লবের সুবিধা নিতে দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেবেন এমনটাই প্রত্যাশা আয়োজক প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি সংশ্লিষ্টদের।


আরো সংবাদ



premium cement