২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিনপ্রোর ইসলামিক ফাইন্যান্স ট্যালেন্টস বিষয়ে ওয়েবিনার

-

ফিনপ্রো কনসালট্যান্টস লিমিটেড সম্প্রতি বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ে দক্ষ জনবল গঠনের লক্ষ্যে ফিন টক : ইসলামিক ফাইন্যান্স ট্যালেন্টস রোল অব ইউনিভার্সিটিজ শিরোনামে একটি অনলাইন আলোচনার আয়োজন করে। এর উদ্দেশ্য ইসলামিক ফাইনান্সে বাংলাদেশের বর্তমান চাকরির বাজার নিয়ে আলোচনা এবং ক্যারিয়ার গড়ার জন্য লোকদের উৎসাহিত করা।
জুমের মাধ্যমে হোস্ট করা ওয়েবিনারে দেশ ও বিদেশ থেকে আগ্রহীরা অংশগ্রহণ করেন। এতে আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন এবং মালয়েশিয়ার আইএসআরএ-এর গবেষক মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অনুষদ সদস্য ড. এম মহাব্বত হোসেইন। ফিনপ্রো কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান মো: লতিফুল ইসলাম বলেন দেশে যেভাবে ইসলামিক ফাইন্যান্সের ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে সেই হারে এই খাতে জনবল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, যা ইসলামিক ফাইন্যান্সের অগ্রগতির জন্য অন্তরায় হতে পারে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement