০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

ডিবিআইতে প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

-

ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটে (ডিবিআই) ১৩-১৪ মার্চ অনুষ্ঠিত ‘হাউ টু এস্টাবলিশ অ্যা নিউ বিজনেস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল ডিসিসিআইতে অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মনোনীত হয়ে মোট ষোল (১৬) জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। রহিম আফরোজ গ্রুপের চিফ ফাইন্যানসিয়াল অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা ব্যবসা শুরু করা এবং ব্যবসায় সাফল্য আনয়নের বিভিন্ন কৌশল ও নিয়মকানুন জানতে পেরেছেন, যা তাদের কর্মক্ষেত্রে ও ব্যবসায়িক সাফল্য অর্জনে সহায়তা করবে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকলে উদ্যোক্তারা উপকৃত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিসিসিআইর সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ঢাকা চেম্বার অব কমার্স ব্যবসায়িক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিয়ত সরকারকে পরামর্শ প্রদান করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, যেসব প্রশিক্ষণার্থী ওই কর্মশালায় অংশগ্রহণ করেছেন তারা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দক্ষতার সাথে তাদের ব্যবসায়িক সাফল্য অর্জনে সক্ষম হবে।
এ ছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান ও ঢাকা বিজনেস ক্লাবের উপদেষ্টা কাজী হারুন অর রশিদ এবং ঢাকা বিজনেস ক্লাবের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিসিসিআইয়ের সচিব ও ডিবিআইয়ের নির্বাহী পরিচালক মো: জয়নাল আবদীন তার বক্তব্যে অংশগ্রহণকারীদের সন্তুষ্টি ও ইতিবাচক মূল্যায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি কোর্সে অংশগ্রহণকারী এবং মনোনয়নকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। তিনি ডিবিআইয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কোর্সে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বলেন, কোর্স সংক্রান্ত তাদের মূল্যবান পরামর্শগুলো ভবিষ্যতে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। যুগ্ম সচিব (প্রশিক্ষণ) তামান্না সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
তাবলীগের সাদপন্থীদের কার্যক্রম বন্ধসহ ৯ দাবি জোবায়েরপন্থীদের কোটালীপাড়ায় ইজিবাইকচাপায় শিশু নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে নিহত ১ কমলো এলপি গ্যাসের দাম পিলখানা হত্যাকাণ্ড পুনরায় তদন্তে কেন কমিশন নয় : হাইকোর্টের রুল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? পরিচ্ছন্ন বায়ুর অগ্রাধিকার নিশ্চিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে সরকার : উপদেষ্টা মিরসরাইয়ে বেপরোয়া গাড়ির চাকায় প্রাণ গেল বৃদ্ধের সাংবাদিক মোল্লা জালাল কারাগারে দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : উপদেষ্টা

সকল